নাটোরে নলডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

নলডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ জানুয়ারি)উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নলডাঙ্গা পৌরসভার পৌর প্রশাসক মোঃ আশিকুর রহমান, নলডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ মোস্তাফিজুর রহমান,উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিকুর রহমান তালুকদার, উপজেলা জামাতের আমির আব্দুর রফ, উপজেলা জামায়াতের সেক্রেটারি ডা. ফজলুর রহমান, উপজেলার স্বাস্থ্য ও পরিবার কর্মকর্তা ডাঃ মোঃ সাইফুল ইসলাম, উপজেলা এলজিইডির নির্বাহী প্রকৌশলী অনুপ কুমার, উপজেলা পল্লী উন্নয়ন (বিআরডিবি )অফিসার মোস্তফা সারোয়ার শাহীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ( পিআইও )মোঃ হাসিবুল হাসান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শাহিনুর খাতুন, উপজেলা সমাজসেবা অফিসার সুমন সরকার , মুক্তিযোদ্ধা আব্দুল হাকিম, মাধনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আব্দুল জব্বার,উপজেলা ছাত্র বৈষম্য সংগঠনের মোঃ কাজী আসিকুর রহমান আসিক,এ সময় জনপ্রতিনিধি ও প্রশাসনের বিভিন্ন দফতর কর্মকর্তা, ফায়ার সার্ভিস, আনসার ভিডিপি , সাংবাদিক উপস্থিত ছিলেন। উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ রেদুয়ানুল হালিম বলেন, উপজেলার সকল দফতরের সমন্বয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সর্বোচ্চ ব্যবস্থা গ্ৰহণ করা হয়েছে। এক্ষেত্রে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর অবস্থানে রয়েছে উপজেলা প্রশাসন ও থানা ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *