নাটোরে ইজি বাইক চালককে পেটালেন ছাত্রদল নেতা


নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর বাজারে মোঃ মোকাম্মেল হোসেন নামে এক ইজিবাইক চালককে পিটিয়ে় জখমের অভিযোগ পাওয়া গেছে বনপাড়া পৌর ছাত্রদল নেতা মোঃ আদনান এর বিরুদ্ধে। আহত মোঃ মোকাম্মেল হোসেন বড়াইগ্রাম উপজেলার গুনাইহাটি গ্রামের মৃত মকবুল হোসেন মিয়ার ছেলে।
এ বিষয়ে ভিকটিম ইজিবাইক চালকের স্ত্রী ওইদিন বুধবার (৯ এপ্রিল) রাতে বাদী হয়ে বনপাড়া পৌর ছাত্রদল নেতা মাঃ আদনান এবং অজ্ঞাতনামা আরও ৪/৫ কে আসামী করে বড়াইগ্রাম থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে বলা হয়েছে ইজিবাইক চালক ভাড়া মারার জন্য বড়াইগ্রাম থানাধীন বনপাড়া বাজারে রহিম এর হোটেলের সামনে দাড়িয়ে ছিলো। এ সময় পূর্ব বিরোধের জের ধরে পূর্ব পরিকল্পিতভাবে বে-আইনী জনতা কে সাথে নিয়ে বনপাড়া পৌর ছাত্রদল নেতা মোঃ আদনান দলবদ্ধ হইয়া দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে লোহার পাইপ, হাসুয়া, চাইনিজ কুড়াল, হাতুরী নিয়ে মোঃ মোকাম্মেল হোসেন (৩৯) কে হত্যার উদ্দেশ্যে মাথার উপর একাধীক কোপ মারিয়া মাথায় ও ডান চোখের উপরে গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে। তার সঙ্গে থাকা আসামীগন লোহার চাইনিজ কুড়াল দিয়ে নাকে মুখের উপর কোপ মারিয়া নাক ও মুখে কাটা গুরুত্বর রক্তাত্ব জখম হয়। ভিকটিম ইজিবাইক চালকের স্ত্রী বলেন আমার স্বামী মাটিতে পড়ে গেলে বিবাদীগন লোহার রড দিয়ে আমার স্বামীর শরীরে মাজার, বুকে, পিঠে, হাতে উপর এলোপাথারী বারি মারিয়া আমার স্বামীর মাজায়, বুকে, পিঠে, হাতে কাটা গুরুত্বর রক্তাত্ব জখম করে। তিনি আরও বলেন, আমার স্বামীর মাথায় (০৮ টি সেলাই, চোখের উপরে ০৪ টি সেলাই)। বর্তমানে আমার স্বামী বড়াইগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে চিকিৎসাধীন আছে।
এ বিষয়ে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) বলেন মামলা এন্ট্রি হয়ে়ছে। আসামিকে গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে।

You can buy best replica rolex Submariner on www.rolexreplicaswissmade.com/Watches/Submariner.php

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *